এক গানের জন্য সানি লিওন বাংলা সিনেমায়, কত টাকা নিচ্ছেন জানলে অবাক হবেন | HIBDTV NEWS


নিয়মিত সংবাদের আপডেট পেতে ও ভিডিও নিউজ দেখতে নিচে লাল বাটন টি ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন।



বাংলা ছবিতে এবার সানি লিওন। তার অভিনয় দেখতে পাবেন স্বপন সাহার নতুন ছবি ‘সেরা বাঙালি’তে। তবে সানি এই ছবিতে নায়িকার ভূমিকায় নয়, আইটেম ড্যান্স করবেন, যার শুটিং মুম্বাইয়ে চলছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে স্বপন সাহার ছবি ‘সেরা বাঙালি’র শুটিং। তবে তাতে কী, নায়িকার চেহারায় বিন্দুমাত্র ক্লান্তি নেই। আর হবেই বা কী করে, এই ছবি নাচের জন্য কত নিয়েছেন জানেন? এক কোটি টাকা।
এখনো বেশ কিছু বাংলা ছবির সম্পূর্ণ বাজেট হয় ১ কোটি, সেখানে শুধু আইটেম ড্যান্সেই এই পরিমাণ অর্থ দিলেন প্রযোজক?
ছবির নায়ক-নায়িকা নতুন, তাই শুধু সানির ওপরই চোখ রাখছেন সমগ্র টিম। তার লাস্যময়ী তন্বীর জাদুতে একাই ঘায়েল করতে পারেন সকলকে।
গানটি গেয়েছেন আরমান মালিক ও মমতা শর্মা। দিনভর নাচের শুটিং শেষে ব্যাক আপ ড্যান্সাররা যখন ক্লান্ত, তখনো ইউনিটের সকলের সঙ্গে খোশমেজাজেই সানি। অবশেষে ধরা দিলেন ক্যামেরায়।
সাংবাদিকদের সামনে মেলে ধরলেন তার সদ্য সন্তান দত্তক নেওয়ার অনুভূতির কথা।
ভারতের জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, এখানে একজন ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করছেন রজতাভ দত্ত

No comments:

Post a Comment