বিশ্বের উষ্ণতম অংকের শিক্ষিকাকে চিনে নিন। তাঁর ক্লাস নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে উদ্ভিন্নযৌবনা এই তরুণীকে নিয়ে হইচই পড়ে গেছে।
ক্লাসে তিনি অংক কষতে শেখান, কিন্তু তাঁর আগুনে শরীরের মাপজোখে মেতেছে গোটা সোশ্যাল মিডিয়া। বেলারুশের শিক্ষিকা ওকসানা নেভেসেলায়ার ভিডিয়ো সেখানে তুফান তৈরি করেছে। ফেসবুক প্রোফাইলে নিজের সম্পর্কে অকপট এই তরুণী জানিয়েছেন, 'যৌন আবেদন ও বুদ্ধিমত্তা হাতে হাত রেখে চলে। '
ইনস্টাগ্রামে তাঁর ক্লাস নেওয়ার ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে ২,২৩,০০০ ফলোয়ার তৈরি হয়েছে। বলা বাহুল্য তাঁদের অধিকাংশই পুরুষ। সোজা কথায়, তরুণী শিক্ষিকার দেহবল্লরী পুরুষের হৃদয়ে ঝড় তুলেছে।
রাতারাতি খ্যাতির বিড়ম্বনা নিয়ে অবশ্য বিশেষ হেলদোল নেই ওকসানার। তবে নিজের পোস্টে ১০,০০০ লাইক পড়ার পরে ভক্তদের ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। আপাতত মালয়েশিয়ায় ছুটি কাটাচ্ছেন শিক্ষিকা।
ছুটির মেজাজে অনেক সময়েই বিকিনিতে স্বাচ্ছন্দ্য বোধ করতে দেখা গিয়েছে তাঁকে। সেই সব ছবি নতুন করে তাঁর ভক্তকূলকে উদ্বেল করে তুলেছে।
No comments:
Post a Comment