নিয়মিত সংবাদের আপডেট পেতে ও ভিডিও নিউজ দেখতে নিচে লাল বাটন টি ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন।
প্রকাশ্যে ভালোবাসা প্রদর্শন অনেক দেশেই বেআইনী। হোক তা জনসম্মুখে চুমু খাওয়া বা হাত ধরাধরি করা। তবে এর মধ্যেও আপনি জেনে চমকে যাবেন যে, এমন কিছু দেশ রয়েছে যেসব দেশে আপনি প্রকাশ্যেই নগ্ন হয়ে ঘোরাফেরা করতে পারবেন এবং তা আইনগতভাবেও বৈধ!
এটা কোনো তামাশা নয়। সত্যিই এমন কিছু দেশ রয়েছে যেখানে নগ্ন হওয়াটা কোনো অপরাধ না এবং আইনগতভাবেও বৈধ।
১. ফ্রান্স
এই দেশটির আইনে নগ্নতার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই তবে জনসম্মুখে পুরোপুরি নগ্ন হওয়াটাও বৈধ নয়। কিন্তু কিছু কিছু জায়গায় নগ্নতার অনুমোদন দেওয়া হয়। তবে জনসম্মুখে যৌনতায় লিপ্ত হওয়াটা দাপ্তরিকভাবেই নিষিদ্ধ এই দেশে। ফ্রান্সের ক্যাপ ডি’আগডে এমন একটি সমুদ্র তীরবর্তী শহর যেটি বিশ্বের সেরা নগ্ন স্থান। বছরের বিশেষ একটি সময়ে একসঙ্গে শতশত যুগল প্রকাশ্যেই যৌনতায় লিপ্ত হয়।
এই দেশটির আইনে নগ্নতার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই তবে জনসম্মুখে পুরোপুরি নগ্ন হওয়াটাও বৈধ নয়। কিন্তু কিছু কিছু জায়গায় নগ্নতার অনুমোদন দেওয়া হয়। তবে জনসম্মুখে যৌনতায় লিপ্ত হওয়াটা দাপ্তরিকভাবেই নিষিদ্ধ এই দেশে। ফ্রান্সের ক্যাপ ডি’আগডে এমন একটি সমুদ্র তীরবর্তী শহর যেটি বিশ্বের সেরা নগ্ন স্থান। বছরের বিশেষ একটি সময়ে একসঙ্গে শতশত যুগল প্রকাশ্যেই যৌনতায় লিপ্ত হয়।
২. ক্রোয়েশিয়া
এই দেশের ক্যাম্প সাইট এবং হোটেলগুলোতে প্রকৃতিবাদি সংস্কৃতি লালন করা হয় বেশ জোরালোভাবেই। এই দেশের সব পাবলিক প্লেসগুলোতে নগ্ন হওয়া যায় অনায়াসেই। কেননা জনসম্মুখে নগ্নতার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো আইন এবং শাস্তি নেই।
এই দেশের ক্যাম্প সাইট এবং হোটেলগুলোতে প্রকৃতিবাদি সংস্কৃতি লালন করা হয় বেশ জোরালোভাবেই। এই দেশের সব পাবলিক প্লেসগুলোতে নগ্ন হওয়া যায় অনায়াসেই। কেননা জনসম্মুখে নগ্নতার বিরুদ্ধে নির্দিষ্ট কোনো আইন এবং শাস্তি নেই।
৩. নেদারল্যান্ডস
এই দেশে আপনি রাস্তা দিয়েও নগ্ন হয়ে চলাচল করতে পারবেন। যতক্ষণ আপনি স্বাভাবিক আচরণ করবেন। আর এমন কিছু নির্দিষ্ট বাছাই করা এলাকা আছে যেখানে নগ্ন বিনোদনও বৈধ। এই দেশটি ব্যাপক যৌন শিক্ষা, বৈধ পতিতা বৃত্তি এবং নগ্ন ও অর্ধনগ্ন সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত।
এই দেশে আপনি রাস্তা দিয়েও নগ্ন হয়ে চলাচল করতে পারবেন। যতক্ষণ আপনি স্বাভাবিক আচরণ করবেন। আর এমন কিছু নির্দিষ্ট বাছাই করা এলাকা আছে যেখানে নগ্ন বিনোদনও বৈধ। এই দেশটি ব্যাপক যৌন শিক্ষা, বৈধ পতিতা বৃত্তি এবং নগ্ন ও অর্ধনগ্ন সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত।
৪. ফ্লোরিডা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামির হৌলোভার এমন একটি জনপ্রিয় নগ্ন সমুদ্র সৈকত যেখানে কেই চাইলে নগ্ন হয়ে ঘোরাফেরা করতে পারে এবং এমনকি স্বর্গের মতো অনুভুতিও লাভ করতে পারেন। এই জায়গাটি নগ্ন হওয়ার জন্য বিশ্বের সেরা জায়গাগুলোর একটি। যেখান থেকে মা প্রকৃতির সৌন্দর্যও উপভোগ করা সম্ভব।
৫. যুক্তরাজ্য
এই দেশটিতে বিশ্বের সেরা নগ্ন সমুদ্র সৈকতগুলোর কয়েকটি রয়েছে। এই দেশে বেশ কয়েকটি নগ্নতাবাদি সমুদ্র সৈকত রয়েছে যেখানে আপনি চাইলেই নগ্ন হতে পারবেন এবং এতে কোনো আইনগত বাধা নেই।
এই দেশটিতে বিশ্বের সেরা নগ্ন সমুদ্র সৈকতগুলোর কয়েকটি রয়েছে। এই দেশে বেশ কয়েকটি নগ্নতাবাদি সমুদ্র সৈকত রয়েছে যেখানে আপনি চাইলেই নগ্ন হতে পারবেন এবং এতে কোনো আইনগত বাধা নেই।
৬. স্পেন
এই দেশে যে কোনো ব্যক্তির জন্য নগ্নতা একটি মৌলিক অধিকার। স্পেনের যে কোনো সমুদ্র সৈকত, বন, পার্ক বা রাস্তায় নগ্ন হওয়াটা আইনগতভাবে বৈধ। ফলে আপনি যদি কোনো প্রাপ্তবয়স্ক যুগলকে জনসম্মুখে যৌনতায় লিপ্ত হতে দেখেন তাহলে চমকে যাবেন না যেন।
এই দেশে যে কোনো ব্যক্তির জন্য নগ্নতা একটি মৌলিক অধিকার। স্পেনের যে কোনো সমুদ্র সৈকত, বন, পার্ক বা রাস্তায় নগ্ন হওয়াটা আইনগতভাবে বৈধ। ফলে আপনি যদি কোনো প্রাপ্তবয়স্ক যুগলকে জনসম্মুখে যৌনতায় লিপ্ত হতে দেখেন তাহলে চমকে যাবেন না যেন।
৭. জার্মানি
এই দেশের আইনেও নগ্নতা বৈধ। তবে তা শুধু বিশেষ কিছু স্থানের মধ্যেই সীমাবদ্ধ। দেশটির মিউনিখ শহরে নগ্ন হয়ে অবাধে চলাফেরা করা বৈধ। আর পাবলিক প্লেসে নগ্ন হয়ে সূর্য স্নান করাও কোনো অপরাধ হিসেবে গণ্য হয় না। দেশটিতে ছয়টি স্থানে ‘আরবান নেকেড জোনস’ রয়েছে। যে স্থানগুলোতে দাপ্তরিকভাবে নগ্নতাকে বৈধ ঘোষণা করা হয়েছে।
সংগৃহীতএই দেশের আইনেও নগ্নতা বৈধ। তবে তা শুধু বিশেষ কিছু স্থানের মধ্যেই সীমাবদ্ধ। দেশটির মিউনিখ শহরে নগ্ন হয়ে অবাধে চলাফেরা করা বৈধ। আর পাবলিক প্লেসে নগ্ন হয়ে সূর্য স্নান করাও কোনো অপরাধ হিসেবে গণ্য হয় না। দেশটিতে ছয়টি স্থানে ‘আরবান নেকেড জোনস’ রয়েছে। যে স্থানগুলোতে দাপ্তরিকভাবে নগ্নতাকে বৈধ ঘোষণা করা হয়েছে।
No comments:
Post a Comment