বিয়ে ছাড়াই সন্তানের বাবা হতে চান সুপারস্টার সালমান খান কি যুগ আইল রে বাবা | HIBDTV NEWS


নিয়মিত সংবাদের আপডেট পেতে ও ভিডিও নিউজ দেখতে নিচে লাল বাটন টি ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন।


বলিউডের সুপারস্টার হাজারো নারীর হৃদয়ে জায়গা করে আছেন। বয়েস প্রায় অর্ধশত তবুও এখনো কুমার তিনি। বিয়ে করছেন না আজো! নানান সময় নানান জনের সাথে প্রেমের কথা আর গল্প শুনা গেলেও তার হৃদয়ে বিচ্ছেদের কষ্ট আছে। তবে কি তাই সালমান খান বিয়ে করছেন না?
লুলিয়া ভানটুর নামের এক রোমানিয়ান মডেলের সঙ্গে তার প্রেম চলছে বলে কথা হলেও সালমান কখনোই ইউলিয়াকে প্রেমিকা হিসেবে পরিচয় দেন। অপরদিকে সালমানের বাড়িতে ঘন ঘন যাতায়াত ও পারিবারিক সব অনুষ্ঠানেই উপস্থিত থাকেন লুলিয়া। এমনকি তাঁরা একসঙ্গে থাকছেন বলেও গুজব ছড়িয়েছে বলিউডে।
বিয়ে-শাদি নিয়ে সালমান সম্প্রতি ভারতের এক গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বলেন, ‘সময় তো আর ফুরিয়ে যাচ্ছে না। আমি নিশ্চিত আমার বয়স যখন ৭০ হবে, তখন আমার সন্তানের বয়স হবে ২০। আর সে সময় হয়তো আমি বিয়ের কথা ভাবতে পারি।’
তিনি আরো বলেন, ‘আমি এখন বা শিগগিরই সন্তানের বাবা হতে চাই। তিন-চার বছরের মধ্যে আমি নিজের সন্তান নিতে চাই। আর এর একমাত্র কারণ হলো আমি চাই আমার মা-বাবা যেন আমার সন্তানকে দেখে যেতে পারেন। অবশ্য বিয়ে করব কি না, সে বিষয়ে এখনো বেশ সন্দেহ আছে। যদিও বিয়ে ছাড়া সন্তান পাওয়া একটু কঠিন বটে। কিন্তু আমি সেটার ব্যবস্থা করে নেব।’
সালমান খান কি তাহলে ইউলিয়ার সন্তানের বাবা হবেন? নাকি অভিনেতা তুষার কাপুর আর নির্মাতা করণ জোহরের মতো সারোগেসির পথ বেছে নেবেন? তবে এখানেও বিপত্তি ভারতে শীঘ্রই বাণিজ্যিক সারোগেসি বন্ধ হতে যাচ্ছে। নতুন আইনে নিঃসন্তান বিবাহিত দম্পতি বাদে অন্য কেউ টাকার বিনিময়ে গর্ভ ভাড়া নিতে পারবেন না।

No comments:

Post a Comment