এবার বাংলা ছবিতে সানি লিওন

নিয়মিত সংবাদের আপডেট পেতে ও ভিডিও নিউজ দেখতে নিচে লাল বাটন টি ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন।



এবার সানির করিশমা দেখা যাবে বাংলা ছবিতে। না না নায়িকার ভূমিকায় নয়। ছবিতে আইটেম ডান্স করতে দেখা যাবে তাকে। মুম্বাইয়ে সকাল ১০টা থেকে শুরু হয়েছে স্বপন সাহার ছবি সেরা বাঙালির শুটিং, তবে তাতে কী, নায়িকার চেহারায় বিন্দুমাত্র ক্লান্তি নেই। আর হবেই বা কী করে, এই ছবি করতে রেমিউনারেশন কত নিয়েছেন জানেন? এক কোটি টাকা।

এখনও বেশ কিছু বাংলা ছবির সম্পূর্ণ বাজেট হয় এক কোটি, সেখানে শুধু আইটেম ডান্সেই এই পরিমাণ অর্থ দিলেন প্রযোজক? ছবির নায়ক নায়িকা নতুন, তাই শুধু সানির উপরই কমসেনট্রেট করেছেন সমগ্র টিম। তার লাস্যময়ী তন্বীর জাদুতে একাই ঘায়েল করতে পারেন সকলকে।
গানটি গেয়েছেন আরমান মালিক ও মমতা শর্মা। সারাদিন পর নাচের শুটিং শেষে ব্যাক আপ ডান্সাররা যখন ক্লান্ত, তখনও ইউনিটের সকলের সঙ্গে খোশমেজাজেই সানি। অবশেষে ধরা দিলেন ক্যামেরায়। সাংবাদিকদের সামনে মেলে ধরলেন তার সদ্য মা হওয়ার অনুভূতির কথা। চিট ফান্ড নিয়ে ছবি, একজন ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করছেন রজতাভ দত্ত।
সংগৃহীত

No comments:

Post a Comment