প্রেমিককে নগ্ন ছবি পাঠাতে গিয়ে প্রেমিকা কি করলেন জানেন? চমকে যাবেন


নিয়মিত সংবাদের আপডেট পেতে ও ভিডিও নিউজ দেখতে নিচে লাল বাটন টি ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন।






প্রেম কি এখন শুধুই হাতে ধরাধরিকে পার্কে বসার! না আজ তা অতীত। ফেসবুক-টুইটার কিংবা হোয়াটস অ্যাপের যুগে প্রেম-ভালোবাসা এখন সোশ্যাল মিডিয়াতে। কাজের ফাঁকে কিংবা বাড়িতে ‘ভালো লাগছে’ না মাঝে হঠাত করে কাছের মানুষকে ভিডিও কল। আর এখানেই লুকিয়ে রয়েছে সর্বনাশ। ভিডিও কলের মধ্যেই শুধু লুকিয়ে থাকে না এখন প্রেম-ভালোবাসা।

সময়ের সঙ্গে সঙ্গে সাহসী হচ্ছে সব কিছু। আর তাই কখনও ভিডিও কলে নগ্ন হওয়া কিংবা নগ্ন ছবি আদান-প্রদান করা হোয়াটস অ্যাপের মাধ্যমে। আজকাল দিনে এমনটাই নাকি ‘প্রেম-ভালোবাসা’ ছেলে-মেয়েদের কাছে। আর তা করতে গিয়ে বিপদও কম ঘটছে না। যেমনটা ঘটেছে এনার সঙ্গে।
প্রেমিককে নিজের নগ্ন ও অর্ধনগ্ন ছবি পাঠাতে গিয়ে তা পৌঁছে যায় নিজের বাবা-মায়ের কাছে! আর সেই ছবি দেখে তো রীতিমত ঘুম উবে যাওয়ার মতো অবস্থা বাবা-মায়ের। ভাবতেই পারছেন না তারা, মেয়ে যে এমন ঘটনা ঘটাতে পারেন। বিষয়টি নিয়ে প্রচন্ড বকাবোকি। সেই বা কি আর করে। অগত্যা ক্ষমা চেয়ে নিতে বাধ্য হয় সে। কিন্তু এই ঘটনা শুধু বেরিয়ে চলছে সর্বত্র। আর তাই এই সমস্ত কাজে গা ভাসিয়ে দেওয়ার আগে অবশ্যই সাবধান হন!

সংগৃহীত

No comments:

Post a Comment