এবার ৫ মিনিটেই ধ্বংস হবে ক্যান্সার ভিডিও টী না দেখলে বিপদে পড়ে যাবেন | HIBDTV NEWS



নিয়মিত সংবাদের আপডেট পেতে ও ভিডিও নিউজ দেখতে নিচে লাল বাটন টি ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন।



অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা আট বছর ধরে গবেষণা চালানোর পর অবশেষে একটি ব্যতিক্রমধর্মী ফল খুঁজে পেয়েছেন। ঘাড় ও মাথার টিউমার ধ্বংস করার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে ওই ফলে। গবেষকরা কুইন্সল্যান্ডরেনফরেস্টে ফলটি খুঁজে পান।
বিজ্ঞানীদের দাবি, এটি ক্যান্সার-বিরোধী ফল। ফলটি থেকে তৈরি ওষুধ এখন পর্যন্ত মোট ৩০০ প্রাণীর ওপর প্রয়োগ করা হয়েছে। ৭৫ শতাংশ ক্ষেত্রে প্রাণীদের টিউমার ধ্বংস হচ্ছে। নতুন করে আর টিউমার জন্মাচ্ছে না। তবে সবচেয়ে অবাক করা হলো মাত্র পাঁচ মিনিটের মধ্যেই ফলটি থেকে তৈরি ওষুধ কাজ করা শুরু করে।
ওই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। ওষুধ প্রয়োগ করার কয়েক দিনের মধ্যেই টিউমার সম্পূর্ণ নির্মূল হয়। তবে ওষুধ পাঁচ মিনিটের মধ্যে কাজ শুরু করলেও ফলটি থেকে ওষুধ তৈরি করা কঠিন ও সময়সাপেক্ষ।

No comments:

Post a Comment