এবার নীল সমুদ্রে লাল বিকিনিতে ক্যাটরিনা!

নিয়মিত সংবাদের আপডেট পেতে ও ভিডিও নিউজ দেখতে নিচে লাল বাটন টি ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন।



নীল জলের মাঝে পরনে লাল বিকিনি, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের এই ছবিটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে। এই ছবি থেকে চোখ ফেরাতে পারছে না নেটদুনিয়া।
এই মুহূর্তে মরোক্কো-তে ‘টাইগার জিন্দা হ্যায়’র শ্যুটিং করছেন ক্যাট। বহুদিন বাদে ফের সলমান-ক্যাটরিনা জুটিকে একসঙ্গে দেখা যাবে। আব্বাস আলি জাফরের এই ছবি ২০১৮ সালে মুক্তি পাওয়ার কথা।

এদিকে, ‘জাগ্গা জাসুস’ ফ্লপ হওয়ার পর হিট ছবি জরুরি ক্যাটরিনার ক্যারিয়ারে। অন্যদিকে, ‘টিউবলাইট’ও চলেনি বক্সঅফিসে। তাই ‘টাইগার জিন্দা হ্যায়’এর মধ্যে দিয়েই বাজিমাত করতে চাইছেন সালমান।
কিন্তু, শ্যুটিংয়ের মাঝেই ব্রেকের জন্য যে ক্যাটের মন ব্যাকুল, তা বোঝা যাচ্ছে। তাই সমুদ্রে বিকিনিতে ‘দিলখুশ’ মুডের ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। এক ম্যাগাজিনের ফটো শুটের সময় ওই ছবিটি তোলা হয়েছিল। ফের এই ছবিটি ফ্যানেদের জন্য শেয়ার করলেন ক্যাটরিনা

 সংগৃহীত

No comments:

Post a Comment