নগ্ন নারী দেহকে পাত্র বানিয়ে খাবার পরিবেশন

নিয়মিত সংবাদের আপডেট পেতে ও ভিডিও নিউজ দেখতে নিচে লাল বাটন টি ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন।



আশ্চর্যজনক হলেও সত্যি, নগ্ন নারীর দেহ খাবার প্লেট হিসাবে ব্যবহার করার প্রচলন আছে জাপানে। একইরকমভাবে একই পাত্রে রোজ খাওয়াটা খুব একঘেয়ে। সেই কারণে নতুন পাত্র নয়, নগ্ন নারী শরীরকে খাবারের পাত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছিলেন তাঁরা। সুন্দরী রমণীদের নগ্ন শরীরের উপর ‘সুশি’ জাতীয় খাবার রেখে তা পরিবেশন করার চল শুরু হয়।
শুরুটা হয়েছিল সেই সামুরাই যুগে। এখনও সেই ঐতিহ্য বজায় রেখে চলেছেন সূর্যোদয়ের দেশের নাগরিকেরা। এই প্রথাটি চালু হয়েছিল বাইজিদের মাধ্যমে। সাধারণত বাইজি বাড়িতেই জাপানী ‘বাবু’দের খাবার পরিবেশিত হত এই প্রকারের জীবন্ত পাত্রে। একবিংশ শতকে বাইজি নেই। বাবুয়ানা ঐতিহ্য বজায় রাখতে এখন ব্যবহার করা হয় মডেলদের। সময়ের সঙ্গে নিয়মের পরিবর্তন হয়েছে। নারীর সঙ্গে নগ্ন পুরুষের দেহের উপরেও পরিবেশন করা হয় খাবার। মহিলা মডেলদের জাপানী ভাষায় বলা হয় ‘ন্যায়তাইমরি’ এবং পুরুষ মডেলদের বলা হয় ‘নানতাইমরি’।
 সংগৃহীত

No comments:

Post a Comment