স্বর্গের অপ্সরী নাকি মর্তের সবজি বিক্রেতা

নিয়মিত সংবাদের আপডেট পেতে ও ভিডিও নিউজ দেখতে নিচে লাল বাটন টি ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন।


এবার হইচই পড়েছে নেপালের এক সবজি বিক্রেতাকে নিয়ে। বলা হচ্ছে সে কি শুধুই নেপালের সবজিবিক্রেতা নাকি স্বর্গের কোনো অপ্সরী নাকি মর্তের বিশ্ব সুন্দরীদের কেউ? এখন সেটা নির্ধারণ করতেই সবাই উঠে পড়ে লেগেছেন।
ফটোগ্রাফারের সামান্য কেরামতিতে পাকিস্তানের সাধারণ পরিবারের বেড়ে ওঠা এক চা বিক্রেতা এখন মডেলিং জগতে সুনাম কুড়াচ্ছেন। এখনও তাকে নিয়ে হইচই বন্ধ হয়নি। এরইমধ্যে নিত্য নতুন ছবি ভাইরাল হচ্ছে।

এসব ছবি এমন সব মানুষের যারা আর দশটা মানুষের মতোই আমাদের নজর কাড়তে সক্ষম হন না। কিন্তু ফটোগ্রাফারের চোখেই তারা হয়ে ওঠেন অসাধারণ।
পাকিস্তানের আর্শাদ খান নামের সেই চা বিক্রেতার পর এবার হইচই পড়েছে এক সবজি বিক্রেতাকে নিয়ে। নেপালি সেই সবজিবিক্রেতা তরুণীর ছবিটি তুলেছেন রূপচন্দা মহাজন নামের এক ফটোগ্রাফার। এখনো সেই তরুণীর নাম-পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানটি ফটোগ্রাফার।
তবে মেয়েটি স্বর্গের অপ্সরী নাকি মর্তের বিশ্ব সুন্দরীদের মতো, এখন তা নির্ধারণ করতেই সবাই মাঠে নেমেছেন। নেপালি সেই তরুণী মডেলিং, অভিনয়ের জগতে আসবেন কী না তা নিয়েও কৌতূহলের শেষ নেই।
সংগৃহীত

No comments:

Post a Comment