নিয়মিত সংবাদের আপডেট পেতে ও ভিডিও নিউজ দেখতে নিচে লাল বাটন টি ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন।
বর্তমান সমাজে নারী নির্যাতনের ঘটনা যখন তুঙ্গে তখন নির্যাতিত হচ্ছেন পুরুষরাও৷ এতদিন মহিলারাই কেবল গণধর্ষণের শিকার হতেন৷ এবার গণধর্ষণের শিকার হলেন এক পুরুষ৷ চরম শারীরিক নির্যাতনের ফলে মৃত্যুবরণ করতে হয়েছে তাকে৷
নাইজেরিয়াতেই ঘটেছে এমন ঘটনা৷ এক ব্যবসায়ী তার পাঁচ বউয়ের ধর্ষণে মৃত্যবরণ করলেন৷ মৃত ব্যক্তির নাম ইউরোকো ওনোজো৷ তার মোট ছয় স্ত্রী৷ সারারাত পার্টিতে ব্যস্ত থাকার পর ভোর রাতে বাড়ি ফিরেছিলেন ওনোজো৷ অন্যদিকে সারারাত
অভিযুক্ত পাঁচ স্ত্রীয়ের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার মামলা দায়ের করেছে পুলিশ৷
সংগৃহীত

No comments:
Post a Comment