ব্যাটে-বলে দারুণ এক পারফরম করে দলকে জয় এনে দিলেন নাসির। সাথে ছিলেন রুবেল। ১০২ রানে অপরাজিত নাসির নিয়েছেন ৫টি উইকেট। আর রুবেল ৩টি। ২৫২ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ভারত ইনিংশ শেষ হয়ে গেল ১৮৭ রানে। ৬৫ রানের ব্যবধানে জয় নিয়ে বাংলাদেশ ‘এ’ দল সিরিজে সমতা আনল ১-১। টসে জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় ভারত। ৫০ ওভার শেষ বাংলাদেশ ২৫২ রান করে ৮ উইকেটে। ইনিংসে সর্বোচ্চ ১০২ রান করে নাসির। লিটন দাস ৪৫, এনামুল হক ৩৪, সৌম্য সরকার ২৪, আরাফাত সানি ১৭ রান করলেও বাকিরা থাকে একের ঘরে। জয়ের জন্য ২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ধীরস্থিরভাবেই করেছিলেন ভারত ‘এ’ দলের দুই ওপেনার মায়ানক আগারওয়াল ও উন্মুক্ত চাঁদ। প্রথম আট ওভারে যোগ করেছিলেন ৩১ রান। অষ্টম ওভারের শেষ বলে এই জুটি ভাঙেন রুবেল হোসেন। আউট করেন ২৪ রান করা আগারওয়ালকে। দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়ে ভারতকে ভালো অবস্থায় নিয়ে যান অধিনায়ক উন্মুক্ত ও মনীষ পান্ডে। ২৮তম ওভারে এই জুটি ভেঙে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান নাসির। ৫৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান উন্মুক্ত। দুই ওভার পর মনীষকে (৩৬) বোল্ড করেন রুবেল। ৩৪তম ওভারে নাসির দেন জোড়া ধাক্কা। এক ওভারেই সাজঘরে ফেরান ভারতের তারকা ক্রিকেটার সুরেশ রায়না (১৭) ও করুন নায়ারকে (৪)। দুজনকেই স্টাম্পিং করেছেন উইকেটরক্ষক লিটন দাস। পরের ওভারেই সঞ্জু স্যামসনকে বোল্ড করে ভারতকে চাপের মুখে ফেলে দেয় রুবেল। শেষ পর্যন্ত ১৮৭ রানে গুটিয়ে যায় ভারত ‘এ’ দলের ইনিংস। বাংলাদেশ জয় পায় ৬৫ রানের ব্যাবধানে।
সংগৃহীত
No comments:
Post a Comment