সারাবছরই কম-বেশি চুল সকলের ওঠে। কিন্তু শীতকালে সেই সমস্যাই দ্বিগুণ হয়। এই ঋতুর বলা যায় এই একটাই খারাপ দিক। চুপ করে বসে থাকা ঠিক নয়। নিজের চুলের যত্ন নিন। কাজে লাগান পেয়ারা পাতা। কয়েকশ’ বছর ধরে মেক্সিকোর লোকেরা এই পেয়ারা পাতা ওষুধ হিসেবে ব্যবহার করে। চুল ওঠার পাশাপাশি বিভিন্ন সমস্যা দুর করতে মেক্সিকানরা এই পাতা ব্যবহার করে।
❏ কেন উপকারি?
❆ ফলের মতো পেয়ারার পাতাতেও রয়েছে প্রচুর ভিটামিন বি এবং সি রয়েছে। এই ভিটামিন দুটি কোলাজেনের
❆ ফলের মতো পেয়ারার পাতাতেও রয়েছে প্রচুর ভিটামিন বি এবং সি রয়েছে। এই ভিটামিন দুটি কোলাজেনের
❆ সক্রিয়তা বাড়ায়। চুল গজানোর জন্য কোলাজেন সক্রিয় হওয়া খুব জরুরি।
❆ এই পাতায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং জীবাণুনাশক রাসায়নিক রয়েছে, যা মাথার স্ক্যাল্প সুস্থ রাখে।
এতে থাকে লাইকোপেন, যা সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে চুলকে রক্ষা করে।
❏ কীভাবে ব্যবহার করবেন?
❆ এক গ্লাস জলে বেশ কয়েকটা পেয়ারা পাতা দিয়ে অন্তত ২০ মিনিট ফোটান নামিয়ে ঠান্ডা করুন
❆ এক গ্লাস জলে বেশ কয়েকটা পেয়ারা পাতা দিয়ে অন্তত ২০ মিনিট ফোটান নামিয়ে ঠান্ডা করুন
❆ চুলে শ্যাম্পু করে শুকিয়ে নিন
❆ শুকোলে এই জল চুলে লাগিয়ে নিন
❆ চুলের গোড়ায় লাগাতে ভুলবেন না
❆ ২ ঘণ্টা রেখে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন।
No comments:
Post a Comment