‘শয়তানমুখো’ ছাগলের জন্ম, আতঙ্ক থামাতে এলো পুলিশ | HIBDTV NEWS


নিয়মিত সংবাদের আপডেট পেতে ও ভিডিও নিউজ দেখতে নিচে লাল বাটন টি ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন।



আর্জেন্টিনার স্যান লুইস প্রদেশে জন্ম নেয় একটি বিকৃতমুখের ছাগলছানা। ছবি : মিরর
সদ্য জন্ম নেওয়া ছাগলছানাটি দেখে চমকে উঠল সবাই। সেটি দেখতে আর দশটি ছাগলছানার মতো নয়। ছানাটির মুখ বিকৃত, দেখতে অনেকটা ‘শয়তানের মতো’- এমনটাই দাবি করছেন সবাই। আর এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল সারা পাড়ায়। সেই আতঙ্ক থামাতে শেষ পর্যন্ত আসতে হলো পুলিশকে। 
ঘটনাটি ঘটেছে আর্জেন্টিনার স্যান লুইস প্রদেশে। সেখানে গ্লাদিস ওভেইদো নামে এক নারীর খামারে জন্ম হয় ছানাটির। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই মারা যায় সেটি। 
গ্লাদিসের পরিবারের এক সদস্য ওই ছানাটির ছবি তুলে রাখেন। তারপর তা আপলোড করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। এতে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। 
এদিকে ছাগলছানাটি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয় গ্রামবাসীর মধ্যেও। পরে তাদের আতঙ্ক কমাতে ঘটনাস্থল পরিদর্শনে যায় পুলিশ। 
এ বিষয়ে খামারি গ্লাদিস বলেন, ছাগলছানাটির শরীরের অন্য অঙ্গগুলো স্বাভাবিক ছিল। শুধু মাথাটা বিকৃত ছিল। যা ঘটেছে তা বিরল। 

No comments:

Post a Comment