নিয়মিত সংবাদের আপডেট পেতে ও ভিডিও নিউজ দেখতে নিচে লাল বাটন টি ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন।
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমাদের অনেক কিছু জানার ও শেখার সুযোগ রয়েছে।পৃথিবীর বিভিন্ন প্রান্তের চাঞ্চল্যকর ঘটনা বর্তমানে ফেসবুকেই সবার আগে পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ফেসবুককে আরো জনপ্রিয় করে তুলেছে ‘ফেসবুক লাইভ’। বিভিন্ন সংবাদ লাইভ, টিভি লাইভ, প্রোগ্রাম এমন কি পুরো খেলাটাও ফেসবুক লাইভে পাওয়া যাচ্ছে।
তবে এই ফেসবুক লাইভকে অপব্যবহার করছে একটি গোষ্টি। মধ্যে রাত হলেই ফেসবুক লাইভে এসে হাজির হচ্ছে নগ্ন, অর্ধনগ্ন তরুণী, যুবতী এমনকি মধ্যবয়সী দেশি-বিদেশি নারীরা। আবেদনময়ী ভঙ্গিতে শরীরের নানা অঙ্গ দেখাতে ব্যস্ত তারা। তাদের আচরণের প্রতিক্রিয়ায় দর্শকরা কী বলছেন, তার উত্তরও দিচ্ছেন। এভাবেই সামাজিক এ মাধ্যমটিতে ছড়াচ্ছে যৌনতা।
ফেসবুকের বিভিন্ন গ্রুপ, পেজ গুলো এ সব কাজ গুলো করাচ্ছে। এটাকে তারা ব্যবসায়ের ডাল হিসেবে ব্যবহার করছে। এ লাইভ ভিডিও গুলোকে আবার ছাড়া হচ্ছে ইউটিউভ চ্যানেলে। তারপর সেখান থেকে করছে অর্থ আয়। এসব ভিডিও গুলোতে দর্শক যতো বেশি আয়ের পরিমাণও ততো বেশি।
জানা যায়, যারা কাজ গুলোর সাথে জড়িত তারা নানা নামে ফেসবুক আইডি, পেজ কিংবা গ্রুপ খুলে কম টাকায় পতিতা ভাড়া করে লাইভ করাচ্ছে। তাতে ওই ফেসবুক পেজের লাইক এবং দর্শক সংখ্যা বাড়ছে। সেখান থেকে আয় হচ্ছে অর্থ। দর্শকদের বিভিন্ন মন্তব্যে দেখা যাচ্ছে, লাইভে আসা এসব নারীকে উদ্দেশ করে কেউ অশালীন ভাষায় মন্তব্য করছেন। কেউ উত্তেজিত হচ্ছেন। আবার কেউ ঠাণ্ডা মাথায় চালিয়ে যাচ্ছেন রোমান্টিক আড্ডা।
এ সব আইডি গুলো অধিকাংশই ছদ্মনামে। যেসব সেক্স গার্ল বা নারী এসব লাইভে অংশ নিচ্ছেন তাদের আইডিগুলো বেশিরভাগ ছদ্মনামে। তারা নিজেদের উপস্থাপন করে একটু আলাদা ভাবে। ছোট পোষাক পরে। কখনো মুখ ডেকে, কখনো বা মার্কস ব্যবহার করে।
যৌনতা সব সময়ই আকর্ষণীয় বিষয়। বিশেষজ্ঞদের মতে নির্জনতায় গেলে অনেক শুদ্ধ মানুষও ঝুঁকে পড়েন অশ্লীল কার্যকলাপে। এ কারণে ফেসবুক লাইভে এ ধরনের কর্মকাণ্ডের ফলে যুবসমাজ শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভাবে চলতে থাকলে সামাজিক অবক্ষয় বাড়বে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা।

No comments:
Post a Comment