বিশ্বাস হচ্ছে না? ‘সুপারস্টার’ হিরো আলমের ফ্যান শাহরুখ খানও!

নিয়মিত সংবাদের আপডেট পেতে ও ভিডিও নিউজ দেখতে নিচে লাল বাটন টি ক্লিক করুন আর আমাদের সাথেই থাকুন।



বিনোদন ডেস্ক: হিরো আলম। নামটি তো শুনেই থাকবেন। যদি না শুনে থাকেন, তাহলে ফেসবুক কিংবা ইউটিউবে একটু ঢুঁ মেরে আসতে পারেন। তাহলেই বুঝবেন নেটদুনিয়ার বাসিন্দাদের কাছে কতটা জনপ্রিয় বাংলাদেশের এই স্বঘোষিত ‘সুপারস্টার’।

দেখেছেন কাণ্ড! তাহলেই বুঝুন আশরাফুল আলম সইদ ওরফে আলম বোগরার মহিমা। কেআরকে কিংবা রাখি সাওয়ান্ত তো দূর অস্ত, সাম্প্রতিক ঢিনচ্যাক


পূজার জনপ্রিয়তাকেও দিব্যি টক্কর দিতে পারে এই স্বঘোষিত তারকার জনপ্রিয়তা। স্বয়ং বলিউড বাদশা শাহরুখ খানও নাকি এনার ‘ফ্যান’।
টুইটারে এই ছবি আপলোড করেই হিরো আলমের দাবি, বলিউডের ‘রইস’ও নাকি তাঁর বেশ বড় মাপের ‘ফ্যান’। শুধু তাই নয়, শাহরুখ নাকি আলমের সঙ্গে সেলফি তুলেছেন। নিজের এই হাই প্রোফাইল ফ্যানের প্রতি ভালবাসাও প্রকাশ করেছেন বাংলাদেশের ‘সুপারস্টার’।
আদতে যে ছবিটি ফটোশপ করা, তা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গিয়েছেন। তবে ফটোশপের এই কেরামতিতেই ফের সংবাদে শিরোনামে উঠে আসতে সফল হিরো আলম। কারণ যতই হাস্যকর হোক না কেন, মানুষের নজরে তিনি পড়েই গিয়েছেন। আর এর জন্য প্রশংসার দাবি তিনি করতেই পারেন। হিরো আলম বলে কথা, সবকিছুই হতে পারে। তাই না?-সংবাদ প্রতিদিন
 সংগৃহীত

No comments:

Post a Comment