ছোটবেলায় রূপকথার গল্পে স্বর্গের সিঁড়ির কথা অনেকবারই শুনেছেন অনেকেই। বাস্তবেও যদি তা খুঁজে পাওয়া যেতো, তাহলে মন্দ হতো না। প্রকৃতপক্ষেই স্বর্গের সিঁড়ির সন্ধান পাওয়া গেছে। বিশ্বের বুকেই রয়েছে দীর্ঘ এই সিঁড়ি। যা স্বর্গের সিঁড়ি নামেই পরিচিত।
হাওয়াইয়ের ওয়াহু দ্বীপপুঞ্জে অবস্হিত এই লম্বা, বিপদজনক সিঁড়িটি। যার আরেক নাম হাইকু সিঁড়ি। এই ভয়ঙ্কর সিঁড়ি অবশ্য নিরাপত্তার কারণে সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। অনেকে বেআইনিভাবে এই সিঁড়িটি দিয়ে উঠে এর উচ্চতা উপভোগ করেন। সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ফুট উঁচু এই উপত্যকা দেখলেই গায়ে কাঁটা দিয়ে উঠবে।
১৯৪২ সালে আমেরিকান জলসেনা জাহাজে বার্তা পৌঁছনোর জন্য প্রশান্ত মহাসাগরের মধ্যে দিয়ে সিগনাল তৈরি করেছিল। রেডিও স্টেশনের মধ্যে সেই বার্তা পৌঁছত। তার জন্য ২০০০ ফুট উচ্চতায় অ্যান্টেনা বসানোর প্রয়োজন ছিল। সেই কারণে কাঠের মই তৈরি করে জলসেনা বাহিনী। পরে সেটাই লোহা দিয়ে পক্ত করে তৈরি করা হয়। চলতি বছর ফেব্রুয়ারিতে ভয়াবহ ঝড়ে সিঁড়ির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়।
হাইকু সিঁড়ি দিয়ে সত্যিই তথাকথিত স্বর্গে হয়তো পৌঁছনো সম্ভব হবে না। তবে হাওয়াইয়ের নৈস্বর্গীক দৃশ্য দেখার জন্য এর থেকে ভাল মাধ্যম আর কিছু হতে পারে না।
- সূত্র : সংবাদ প্রতিদিন
(সংগৃহীত)
No comments:
Post a Comment