ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি মুসলিম সম্মেলন চলাকালে হঠাত্ই ঢুকে পড়লেন কয়েকজন টপলেস নারী। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওই নারীদের কোমর থেকে শরীরের অনাবৃত উর্ধাঙ্গে নানা ধরনের স্লোগান লেখা ছিল। তাঁদের জোর করে মঞ্চের নিচে নামানো হয়। নারীদের আচরণে ক্রোধের বশে কেউ কেউ তো তাঁদের লাথিও মারেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়েছে। নারীবাদী ওই বিক্ষোভকারীদের বুকের ওপর লেখা ছিল- ‘নোবডি মেকস মি সাবমিট’। বিক্ষোভকারীরা ফেমিন নামের এক সংগঠনের সদস্য।

No comments:
Post a Comment